আজ ১২ আক্টোবর ২০১৮ সারাদেশের মত ব্যাপক উদ্দিপনা নিয়ে ৪র্থ বারের মত রাজশাহীতে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়। সকাল ৯টায় শহরের আলুপট্টি মোড় হতে এ উপলক্ষে একটি র্্যালী বের করে চেম্বার অব্ কমার্স ভবনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এটিএম ফজলুল কাদের, উপপরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, রাজশাহী, প্রধান অতিথি ছিলেন মাননীয় মেয়র জনাব খায়রুজ্জামান লিটন মহাদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঃবিঃ এর শিক্ষক ড. কামরুজ্জামান, উপউপাচার্য, চেম্বার অব্ কমার্সের পরিচালক। আলোচনা সভায় ডিমের পুষ্টিগুন, ডিম খাওয়ার উপকারিতা, ডিম খাওয়া নিয়ে মানুষের ভ্রান্ত ধারনা, বাংলাদেশে ডিমের উৎপাদন সহ সার্বিক দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোজাফ্ফর। এ্ই দিবসটি উদযাপনের আহবায়ক ছিলেন প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার। র্্যালী ও আলোচনা সভায় এই জেলার প্রাণিসম্পদ অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ছাত্র সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস